বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেছে। কাজেই আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। জনগণ আওয়ামী সরকারকে বিশ্বাস করে না। তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই।
শনিবার সিলেট উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ অধিকারের কথা বলে মুখে ফেনা তোলে। অথচ তারা ক্ষমতায় এসে ভোটাধিকারসহ নাগরিকদের সকল অধিকার কেড়ে নিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করে দেশকে ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিয়েছে। তারা ২০১৪ ও ২০১৮ সালে একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেছে। কাজেই আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। জনগণ আওয়ামী সরকারকে বিশ্বাস করে না। তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ এখনো বাকশালী চরিত্র থেকে বের হতে পারেনি।