বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলমসহ দলটির নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম. এ. হাশেম রাজু মামলার আবেদন করেন বলে নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন।
গত ১৫ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধেও মামলা নেওয়ার আবেদন করছিলেন এম এ হাশেম। পরে ঢাকার সিএমএম আদালত সেদিন মামলা নেওয়ার আবেদন খারিজের আদেশে দেন। এরপর ২৩ নভেম্বর একই অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলমের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদনও খারিজ করেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এবং মামলার বাদী এম এ হাশেম রাজু কালবেলাকে বলেন, ‘ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বারংবার বাধাগ্রস্ত হয়েছেন এ দেশের জনগণ। এ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রদূত, আমাদের বন্ধু দেশ যারা শতকরা ২৮ ভাগ অর্থনীতি বিনিয়োগ করেছেন সেই মার্কিন রাষ্ট্রদূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পিটার হাস জণগণের পক্ষ হয়ে বারবার বিএনপি, সরকারি দল ও সুশীল সমাজের সাথে আলোচনা করে অবাধ ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের আহ্বান করেন তখনই তারা বিভিন্ন হুমকি দেন। আমি চাই তাদের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী মামলা হবে।’