২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলের বিভিন্ন হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে উপত্যকাটিতে গত আট মাসে নিহতের সংখ্যা ৩৬ হাজার ৭০০ জনে পৌঁছেছে। শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের পাশাপাশি ইসরাইলের নৃশংস হামলায় আরও ৮৩ হাজার ৫৩০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বোমা হামলায় যেসব স্থাপনা পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে এখনও সেসব ধ্বংসস্তূপের নিচে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি চাপা পড়ে আছেন। যাদেরকে ইসরাইলের অবরোধের কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কার্যকরে রাজি হচ্ছেনা ইসরাইল।
জাতিসংঘের তথ্যমতে, গত আট মাসে ইসরাইলের অবরোধের কারণে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে উপনিত হয়েছে। বিশেষ করে গাজার হাসপাতালগুলোতে তেল আবিবের অবরোধে ব্যাপক চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে। এছাড়া উপত্যকা জুড়ে ইসরাইলের ক্রমাগত বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার লাখ লাখ বাসিন্দা।
যেসকল ফিলিস্তিনি এ পর্যন্ত নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী, শিশু এবং বেসামরিক পুরুষ।
আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইনজীবী করিম খান। এছাড়া রাফায় অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে ওই আদালত। তবে আদলতের নির্দেশ অমান্য করে ক্রমাগত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।