মেসিকে ছাড়া খেলতে নেমে পয়েন্ট খোয়ালো মায়ামি

0
15

লীগে টানা ৫ জয়। লিওনেল মেসির ডানায় চড়ে যেন উড়ছিল ইন্টার মায়ামি। তবে মেসি একম্যাচ না খেলাতেই পয়েন্ট খোয়ালো দলটি। হাঁটুর চোটে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি মায়ামি অধিনায়ক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে সেই ম্যাচেই কিনা গোলশূন্য ড্র করেছে দলটি। যদিও এই ম্যাচে জিততে না পারলেও লিগে টানা ৮ ম্যাচ অপরাজিত মায়ামি।

মায়ামির জেতা ৫ ম্যাচেই খেলেছিলেন তিনি।  জয়েও রেখেছিলেন বড় ভূমিকা। মন্ট্রিয়লের বিপক্ষে শেষ ম্যাচে চোটে পড়েন মেসি। ওই ম্যাচের ৪৩তম মিনিটে তাকে ফাউল করেন মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল। ওই সময়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাকে।

চোট গুরুতর না হলেও মেসিকে নিয়ে লীগে চলতি মৌসুমে ১১টি গোল করেছেন লুইস সুয়ারেজ, যা যৌথভাবে সর্বোচ্চ। মেসি না থাকলেও সুয়ারেজ এদিন শুরু থেকেই খেলেন। ম্যাচের শুরুতে গোলের সুযোগও পান, তবে কাজে লাগাতে পারেননি। ম্যাচের ১০ মিনিটের মধ্যে আরও একটি বড় সুযোগ নষ্ট করে মায়ামি। এবার গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। তবে মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার যেন গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাড়ান

৩২তম মিনিটে অরল্যান্ডো সিটির আর্জেন্টাইন উইঙ্গার মার্টিন ওজেডার কাছ থেকে নেওয়া বা পায়ের জোরালো শট রুখে দেন ক্যালেন্ডার। এক মিনিট পরে ফরোয়ার্ড লুইস মুরিয়েলের আরেকটি শট ঠেকান তিনি। দ্বিতীয়ার্ধেও গোল করার কাছাকাছি ছিল অরল্যান্ডো সিটি। ৫২তম মিনিটে ডেভিড ব্রিকালোর হেডও ঠেকিয়ে দেন তিনি।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লীগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। দুই নম্বরে আছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।

তবে মেসির এত ঘনঘন চোট পাওয়া মায়ামির জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। চলতি মৌসুমেই এর আগে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। সব মিলিয়ে লীগে মায়ামির জার্সিতে ৫ ম্যাচ মিস করেন মেসি। আগামী মাসে রয়েছে কোপা আমেরিকা, ফলে মেসিকে নিয়ে চিন্তায় পড়তে পারে আর্জেন্টিনাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here