হঠাৎ অসুস্থ রাখি সাওয়ান্ত, ভর্তি হাসপাতালে

0
25

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাখি সাওয়ান্ত বলেন, আমার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই। আমাকে আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে।

যদিও রাখি তার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য দেননি। পরে এ বিষয়ে তার ভাই রাকেশ বলেন, গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। সবাই জানেন, রাখি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগেছেন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল।

গত ১৪ মে তার শরীরের কিছু অর্গান এবং হার্ট ফেইলিওর হয়।

আমরা আশা করছি, রাখি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি তার প্রাক্তন স্বামীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোওয়ানা জারি করেছেন আদালত। ওই সময়ে দুবাইয়ে ছিলেন তিনি। কয়েক দিন আগে ভারতে ফিরেন। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here