ঢাকায় দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

0
10

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আজ শনিবার সকালে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবিরা। দুই ঘণ্টা ঝুম বৃষ্টি হয়েছে ঢাকায়। পাশাপাশি টাঙ্গাইল ও বগুড়ায়। ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ উমর ফারুক শনিবার সকালে বলেন, আজ সকাল ৭টার পর থেকেই বৃষ্টি শুরু হয়। ঢাকাসহ টাঙ্গাইল এবং বগুড়ায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে ৮৭ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ৪৯ মিলিমিটার এবং বগুড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত শেষ হয়েছে ৯টা ১৫ মিনিটের দিকে।

এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুর দিকেই বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে বিপর্যস্ত জনজীবনে।

দেশে টানা দীর্ঘ তাপপ্রবাহ এবং মাসজুড়ে বৃষ্টি না হওয়াকে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আবহাওয়াবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা।

আবহাওয়া বিশেষজ্ঞারা জানিয়েছেন, এছাড়াও চলতি বছরের বর্ষা মৌসুমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশি মাত্রায় বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। অতি বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে। ফলে রেকর্ড তাপপ্রবাহের পর শঙ্কা জাগাচ্ছে আসন্ন বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতি সামাল দেয়াকে চলতি বছরের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আবহাওয়াসংশ্লিষ্টরা। তবে অতি বৃষ্টিপাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ফলে আগামী তিন মাসে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here