রাজধানীতে যান চলাচল সীমিত বন্ধ দূরপাল্লার বাস

0
113

বিএনপি ও সমমনাদের ডাকা অষ্টম দফার অবরোধে রাজধানীর সড়কে সীমিত যান চলাচল। তবে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যাচ্ছে না। বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কে যান চলাচল সীমিত রয়েছে। আর অলস সময় পার করছেন বিভিন্ন টার্মিনালের শ্রমিকরা। তারা জানান, অবরোধের কারণে যাত্রী নেই তাই দূরপাল্লার বাস ছাড়া যাচ্ছে না। এছাড়াও মহাসড়কে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে।

রাজধানী ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সাধারণ দিনের তুলনায় কিছুটা কম রয়েছে যানবাহন।

এদিকে, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী ও গাবতলী এলাকায় অবরোধের কিছুটা প্রভাব পড়েছে। সড়কে যানজট নেই। বেশ কিছু পাবলিক ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে।

তবে দূরপাল্লার পরিবহন চলছে না। এতে বিপাকে পড়েছেন ঢাকার বাইরের যাত্রীরা।
অন্যদিকে, সকাল থেকে গুলিস্তান, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা গেছে, গাড়ি চলাচল একেবারেই সীমিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here