ব্যস্ত চিরকুট

0
36

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে সুমি-পাভেলরা। ঈদের পর থেকেই কনসার্ট নিয়ে ব্যস্ত ব্যান্ডটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন।

নতুন এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের পাঁচটি গান শেষের পথে। আমাদের এই পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আমরা চাই চিরকুটের এই দিন-রাত পরিশ্রমে আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’

ব্যান্ডটি ২০২৩ সালেই নিজেদের চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয়।

নতুন অ্যালবামটি এ বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে চিরকুট। গান থাকবে কমপক্ষে ১০টি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে তারা। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা।

এদিকে এপ্রিলের ২৫ তারিখ নেদারল্যান্ডস অ্যাম্বাসি ঢাকাতে তাদের কনসার্ট রয়েছে এবং

আগামী ২ মে ফরিদপুরে কনসার্ট করবে চিরকুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here