দমনপীড়নে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার : রাশেদ প্রধান

0
28

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দমনপীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এভাবে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। সেদিন বেশি দূরে নয়, জনগণই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করবে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত এক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, যে দেশের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নেই, সেই ইসরায়েলি বিমান বাংলার মাটিতে এসে কী দিল? কী নিল? কী তাদের পরিকল্পনা- দেশবাসী জানতে চায়। অবিলম্বে ইসরায়েলি বিমান গভীর রাতে বাংলাদেশে আসার কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, এই সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অথচ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। আর এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, এই সরকার সারা দেশকে কারাগার বানিয়ে ১৮ কোটি মানুষকে বন্দি করে রেখেছে। এই বন্দিত্ব থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে এক সঙ্গে আন্দোলন করতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সদস্য বিল্লাল হোসেন, জাগপার মো. নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here