ব্যাংকে হামলা ও ডাকাতির পর বান্দরবানের থানচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয় বলে সেখানে অবস্থানরতরা জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, সেখানে বৃষ্টির মত গোলাগুলি হয়েছে। স্থানীয়রা বিভিন্ন স্থানে আটকা পড়েছেন।
এলাকাবাসী গণমাধ্যমকে জানান, প্রচণ্ড গোলাগুলি চলছে। সন্ত্রাসীরা বাজারের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চতুর্দিকে গুলিবর্ষণ করছে। থানচি থানার দিকে গুলি করতে করতে অগ্র্রসর হচ্ছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
তবে গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক পুলিশ বা বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতির বর্ণনা দিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, রাত ৯টার দিকে একদল সশস্ত্র লোক এসে থানচি বাজারে গুলি শুরু করে। পরে তারা থানায় গুলি চালায়। পুলিশ আর বিজিবিও পাল্টা গুলি করছে। হাসপাতালের পেছন দিকেও গুলি হচ্ছে। পরিস্থিতিটা আসলে এরকমই। পরে আপনাদের বিস্তারিত বলতে পারব।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।’