মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এই মামলায় গত ৩রা মার্চ আদালত থেকে জামিন পান ড. ইউনূস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০শে মে মামলাটি করেন।
মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই অভিযোগপত্র আমলে নেন। ড. ইউনূস আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আদালতে হাজির হন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন এবং বলেন, মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৪-এ বদলি করা হয়েছে। আগামী ২রা মে অভিযোগ গঠনের শুনানির জন্য তারিখ ঠিক করেছেন আদালত।