মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নাই

0
42
জাষ্টিস জাষ্টিস ফর ভিকটিমের সেমিনারে বক্তারা

জাষ্টিস ফর ভিকটিম নামক মানবাধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ এখন ভারতের অঙ্গরাজ্যে রূপ নিচ্ছে। সিকিমের মত বাংলাদেশকেও ভারতের অন্তর্ভুক্ত করতে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিল ভারত। এখন সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতেও সহযোগিতা করছে ভারত। বক্তারা আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করতে হবে। আধিপত্যবাদ মুক্ত হলেই দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে।
৪ মার্চ ২০২৪ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সেমিনারের আয়োজন করেছিল মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিমস ইউকে।

সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং তানভীর আহমেদ ও মোহাম্মদ রবিউল ইসলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো: ইশতিয়াক হোসেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র অহিদুর রহমান, আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার।

সেমিনারে বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, জরুরী আইনের সরকারের সাথে ভারতের সমঝোতার মাধ্যমে একটি সাজানো নির্বাচনে ২০০৯ সালে ক্ষমতায় বসানো হয়েছিল শেখ হাসিনাকে। এরপর ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা ভিন্নমত ও বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গুম করেছে। অনেক নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে। মিথ্যা অভিযোগ দিয়ে বানোয়াট মামলায় হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। বক্তারা বলেন, গোটা দেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে। এই জালিম সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে এবং সার্বভৌমত্ব ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশ-বিদেশে সংগ্রাম করতে হবে। জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার সবকিছুই কেড়ে নিয়েছে এই স্বৈরাচারী সরকার। এদেরকে নিয়ন্ত্রণ করছে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী।সরকার প্রধানকে আবার নিয়ন্ত্রণ করছে বন্ধুরুপি শত্রু ভারত। তারা বিচার বহির্ভূত হত্যা, জেল, জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে অবৈধ ক্ষমতার জোরে। মানুষ এদের হাত থেকে মুক্তি চায়।তাই জনগণ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বক্তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন ও ডামি সংসদ বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কমিনিটি নেতা আবদুল করিম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জাস্টিস ফর ভিকটিমস ইউকে মনেজমেন্ট সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র নেতা মোহাম্মদ তাজুল ইসলাম, আহমেদ আলী, মকসুদ ইবনে ওয়াহিদ কয়েস, এসিসট্যান্ট সেক্রেটারি রায়হান মিয়া, আসাদ সুবহান, ইভেন্ট মেনেজমেন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল ইমরান, এসিসট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো: সাব্বির হাসান, এসিসটেন্ট কালচারাল সেক্রেটারি জামিল আহমেদ, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বুরহান্ উদ্দিন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, জাস্টিস ফর ভিকটিমস ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমেদ, আব্দুর রহমান, রেজা আহমেদ, মো: আবদুল মুক্তাদির, আমিনুল ইসলাম সফর, এসিসটেন্ট অর্গানাইজিং সেক্রেটারি হুমায়ূন আহমেদ, মহিউদ্দিন ওমর, আলম আহমেদ, এডুকেশন সেক্রেটারি মো: আবদুল হাদি, মিডিয়া সেক্রেটারি আবুল কালাম আজাদ লস্কর, কালচারাল সেক্রেটারি জাকারিয়া আহমেদ, মানবাধিকার কর্মী মো: হানিফ রাব্বানী. মিলাদ, কয়েস আহমেদ, আহসান হাবিব (তাকি) এমডি, হাসনাত আল হাবিব, শেখ আবদুল লতীফ ও মাজেদ আহমদ উজ্জল।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপিস্তিত ছিলেন ইকবাল হুসাইন, মো: হাসনাত আল হাবিব, মো: জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হুসেন (মাহান), তুফায়েল আহমেদ, সাজেল আহমেদ, নুরুজ্জামান, মুহাম্মদ করিম, তাম্মাম ইসলাম, মো: আতিকুল ইসলাম, ফাহিম চৌধুরী, রাসেল আহমেদ, ফরিদ আহমেদ, বুরহান উদ্দিন, তানিম আহমেদ, আলমগীর, এনায়েত হুসেন, সায়ের আহমেদ, সুফিয়ানআহমেদ, জিয়াউল ইসলাম রিফাত, জাবির হাসান, মাহমুদ হুসেন, আবদুল্লাহ আল জাবির, এনামুল হুসেন বাবর, মাহবুব হাসান, মাহি আহমেদ, তাজমুল আলী, নিজাম উদ্দিন, ফয়সল আহমেদ, লিমন আহমেদ, মো: রফিকুল ইসলাম, মো: ফারুক আহমেদ, মো: আবুল কালাম আজাদ, মো: আনোয়ারুল আমীন, মো: হাবিবুর রহমান, মাহমুদ হুসেন, মাজেদ আহমদ উজ্জল, মো:আবু নাসের তানজিম, আবদুল ওয়াহিদ তালিম, মো:আশফাকুল ইসলাম ভূঁইয়া, মো: কামাল হুসেন, কাওসার আহমেদ, মাহফুজুর রাহমান, মুহাম্মদ মুজ্জামমিল হক, আল মামুন, মুহিবুর রহমান বুলবুল, রাসেল আহমেদ, শাওন বিশ্বাস, সেলিম রানা, মো: জামিল আহমেদ, আবুল মুনসুর, ফরহাদ হুসাইন, ইকরাম হুসেন, মো: এমদাদুল হক, বেলাল আহমেদ রনি, তালিম ওয়াহিদ, নাফিজ ইমতিয়াজ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here