কারাবন্দি বিএনপি নেতা আমানের পরিবারের খোঁজ নিলেন মঈন খান

0
17

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কারাবন্দি আমানউল্লাহ আমানের পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আমানের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী সাবেরা আমানকে সমবেদনা জানান ড. আব্দুল মঈন খান।

দুপুরে বিএনপি নেতা আমানের মহাখালীস্থ ডিওএইচএসের বাসায় যান তিনি। এসময় মৎসজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

মঈন খান সেখানে কারারুদ্ধ বিএনপি নেতা আমানের পরিবারের খোঁজখবর নেন এবং আশাবাদ প্রকাশ করেন যে, আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে আমানকে যেন অবিলম্বে জামিন প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here