সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা বারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু

0
64

প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্ধারিত সময় ৫টার পরও ভোটগ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার উপস্থিতি সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বেলা ১২টার দিকে ভোটকেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে ‘নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে’ কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে বসেন।

এর আগে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। তার আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here