বিএনপি ও মার্কিন প্রতিনিধিদলের আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দি নেতাকর্মী

0
78

বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। তবে, এই বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে বললেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি দলটি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বা দূতাবাসের পক্ষ থেকেও কেউ বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। কিন্তু, ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে মূলত কি কি নিয়ে হয়েছে ওই আলোচনা। এতে বলা হয়, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে বোঝা এবং স্বীকৃত সমাধান খুঁজে বের করার মূল চাবিকাঠি হল গঠনমূলক সংলাপ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কারাগারে বন্দি হাজার হাজার বিরোধীদলীয় সদস্যের বিষয়ে এক ফলপ্রসূ আলোচনায় আমরা স্বাগত জানিয়েছি বিএনপি মহাসচিবকে। অব্যাহত সম্পর্কের অপেক্ষায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here