ভারত ও মিয়ানমার সীমান্তে লাগাতার বাংলাদেশের নাগরিক হত্যায় ডামি সরকারের মৌন অবস্থান এবং দেশব্যাপী আওয়ামী ক্যাডারদের নির্বিচার ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। বুধবার বিকালে রাজধানীর বিজয়নগরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে দলের নেতারা বলেন, ভারত ও মিয়ানমার সীমান্তে প্রায় একই সময় বাংলাদেশের নাগরিক নিহত হয়েছে কিন্তু সরকার নির্বিকার। সীমান্তবর্তী জনগণের নিরাপত্তায় বিজিবি’র কোন কার্যকর ভূমিকা নাই। বিশ্ববিদ্যালয়ের মত জ্ঞানের পাদপীঠে গণধর্ষণ হচ্ছে পুলিশ বা প্রশাসন সাক্ষী গোপাল হয়ে আছে। পুলিশ-বিজিবি’র অ্যাকশন শুধু বিরোধী দল দমনের জন্য। বাকশাল-টু এর প্রভাবে একমাসের মাথায় নতুন মাত্রায় ধর্ষণ ও লুটপাটের বিস্তার লাভ করেছে বলে তারা অভিযোগ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধভাবে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি সরকারের জবাবদিহিতার কোন দায় নাই। তার সব দায় বিদেশি প্রভুদের কাছে সেজন্য সরকারের পররাষ্ট্রনীতি পুরোটাই নতজানুতার নীতিতে আচ্ছন্ন।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, হাদিউজ্জামান খোকন, নারী নেত্রী সুলতানা রাজিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।