মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করবে বাম জোট

0
57

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে আগামী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (৪ ফেব্রুয়ারি) জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ, বিদ্যুৎ-গ্যাস-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সারা দেশে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরিসহ সবার কাজের নিশ্চয়তা, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খেলাপি ঋণ- পাচারের টাকা আদায়সহ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের দাবিও তোলা হবে সমাবেশ থেকে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।

নাগরিক নানা সংকটের কথা তুলে ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে পাঁচ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিন এই রাজনৈতিক জোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হওয়ায় এই জোট নির্বাচনেও অংশ নেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here