অজানা আশঙ্কায় সরকার বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের এক সভায় এ মন্তব্য করেন নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের পর ৩০শে জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করার সংসদ। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলছে। ডামি নির্বাচন ও ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলো প্রতিবাদ মিছিল করেছে। এক অজানা আশঙ্কায় রাষ্ট্রের দিকে থেকে বাধা দেয়া হয়েছে। গতকাল গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ সকল বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মূচিতে হামলা করা হয়েছে। আহত করা হয়েছে, আটক করা হয়েছে এবং কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের দুর্নীতি লুটপাটে ব্যাংকগুলো খালি নিঃস্ব করে ফেলা হয়েছে, এখন টাকা ছাপিয়ে সংকট উত্তরণের জন্য ব্যাংকে সরবরাহ করা হচ্ছে যা নতুন করে লুটের আয়োজন অবধারিতভাবেই হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।