কোপা দেল রে’তেও ব্যর্থ, তবুও বার্সেলোনার ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ বলছেন কোচ জাভি

0
79

বছরের প্রথম এল ক্লাসিকো মঞ্চস্থ হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সেই ম্যাচে বার্সেলোনাকে বিধ্বস্ত করে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। সুপার কাপ ব্যর্থতার পর এবার কোপা দেল রে থেকে বিদায় নিলো ব্লাউগ্রানারা। বুধবার সান মেমেস স্টেডিয়ামে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাও। টানা ব্যর্থতার পরও বার্সেলোনা কোচ কোচ জাভি হার্নান্দেজের কণ্ঠে আক্ষেপের সুর অল্পই। উল্টো বললেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ উজ্জ্বল।’

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিলবাওকে লিড এনে দেয়া গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার গোর্কা গুরুজেটা। ২৬তম মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির গোলে সমতা টানে বার্সেলোনা। ৩২তম মিনিটে স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামের গোলে লিডও নেয় ব্লাউগ্রানারা। ৪৯তম মিনিটে সমতায় ফেরে বিলবাও।

গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ওইহান সানসেট। নির্ধারিত ৯০ মিনিট ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫+২তম মিনিটে বিলবাওকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা ইনাকি উইলিয়ামস। আর ১২০+১তম মিনিটে তারই ভাই নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবকে ৪-২ গোলের জয় উপহার দেন। 

ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় বিলবাও। মাত্র ৩৯ শতাংশ বল দখলে রেখে ২৯টি শটের ৭টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ৬১ শতাংশ বল দখলে রাখা বার্সেলোনা ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি বলেন, ‘বড় ক্লাবের সব কোচ ট্রফির ওপরই নির্ভর করে। কিন্তু আমি গর্বিত, যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বড় দলের বিপক্ষে লড়েছি, বিশেষ করে তরুণ ফুটবলাররা যেভাবে লড়েছে। আমার মনে হয়, এটা বড় কিছুর করার পথে মাত্র শুরু। আমি থাকি বা না থাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।’

জাভি বলেন, ‘আমি হতাশ ২-২ গোলে সমতায় থাকার পরও সুযোগটা নিতে পারিনি। তবে খেলোয়াড়দের দোষ দেয়ার কিছু নেই।’
স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রে থেকে বিদায় নেয়া বার্সেলোনা রয়েছে শুধু স্প্যানিশ লা লিগা এবং চ্যাম্পিয়নস লীগের লড়াইয়ে। এই দুই শিরোপার লড়াইয়েও ব্যর্থ হলে যে চাকরি হারানোর শঙ্কা রয়েছে, সেই কথা জানেন বার্সেলোনা কোচ জাভি। তিনি বলেন, ‘মৌসুম শেষে যদি লড়াই করতে না পারি, তাহলে আমাকে চলে যেতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব কোচের ক্ষেত্রেই খাটে। এটা বড় ক্লাব, এটা বার্সেলোনা। আমি জানি কোথায় আছি, চাহিদা কী আছে। আমাদের ট্রফি জিততে হবে অন্তত সেটার জন্য লড়াই করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here