বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

0
61

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য  জানা গেছে।
এতে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপাত্ত প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেগুলোর ওপর নির্ভর করেই কখন সুদের হার কমাবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) তা জানা যাবে। আপাতত সেদিকে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১৬ ডলার ০৪ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলারে।

বিশ্ববিখ্যাত পুঁজিবাজার কোম্পানি এসঅ্যান্ডপি গ্লোবালের এক জরিপে দেখা গেছে, চলতি জানুয়ারিতে মার্কিন মুলুকে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে।

ফলে আগামী মার্চে সুদের হার কমাতে পারে ফেড। তবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। সঙ্গত কারণে দাম কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here