তোরেসের হ্যাটট্রিকে বার্সার বড় জয়

0
39

রিয়াল বেতিসের মাঠ থেকে দুর্দান্ত এক জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। স্প্যানিশ স্ট্রাইকার ফেরান তোরেসের অসাধারণ হ্যাটট্রিকে অ্যাওয়ে ম্যাচে বিশাল জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। ৮৯ মিনিট পর্যন্ত ২-২ ব্যাবধানে সমতায় থাকা ম্যাচে শেষ সময়ের আরও দুই গোলে ৪-২ এ জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

রোববার (২১ জানুয়ারি) স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালানদের হইয়ে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফেরান তোরেস। এছাড়া বাকি গোলটি করেন পর্তুগিজ উইঙ্গার জোয়াও ফেলিক্স। বেতিসের হইয়ে জোড়া গোলে ব্যাবধান কমান মিডফিল্ডার ইস্কো।

বেনিটো ভিলামারিনায় ম্যাচের শুরুতেই পিছিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু স্বাগতিক রিয়াল বেতিস স্ট্রাইকার এনরিকে পোস্টের উপর দিয়ে শট নেন। ২১ মিনিটের মাথায় প্রথমবার লিড নেই বার্সেলোনা। জার্মান মিডফিল্ডার গুন্ডোগানের শট পেদ্রির হয়ে পান তোরেস। একা বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে আবারও গোলের দেখা পায় বার্সেলোনা। নিজের ও দলের হইয়ে জোড়া গোল করেন তোরেস। তবে সমতায় ফিরতে সময় নেয়নি স্বাগতিক বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইস্কো। সমতায় থাকা ম্যাচে একাধিক পরিবর্তন এনেও সফলতা আদায় করতে পারেনি জাভি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে জয়ের উল্লাসে ভাসে বার্সেলোনা। পর্তুগিজ উইঙ্গার ফেলিক্স ৩-২ ব্যাবধান করেন। অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে বর্তমান চ্যাম্পিয়নদের ৪-২ ব্যাবধানে জয় নিশ্চিত করেন তোরেস।

এই জয়ে ২০ ম্যাচে পয়েন্ট টেবিলে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৪৪। সমান সংখ্যক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here