সরকার হীনম্মন্যতায় ভুগছে : এবি পার্টি

0
67

পাতানো নির্বাচনের অভিযোগ করে নবগঠিত জাতীয় সংসদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল তিনটায় রাজধানীর পল্টনের বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টির নেতাকর্মীরা।

মিছিলের শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, সরকার এতটাই হীনম্মন্যতায় আছে আজ তাকে পাকিস্তানের স্বীকৃতিও বেচতে হচ্ছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর যে কেউই স্বীকৃতি দিক না কেন বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। কাজেই এই নির্বাচন বৈধতা পাওয়ার প্রশ্নই আসে না। আমরা এই নির্বাচন, এই অবৈধ সংসদ কখনও মেনে নেবো না।

যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি চলছে। যতদিন মানুষ ভোট দিতে পারবে না, অধিকার পাবে না ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here