নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আবদুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন, ঢাকা বারের সাবেক সম্পাদক হজরত আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হান্নান ভূঁইয়া, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ তালুকদারসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
এসয় বক্তারা বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন বাতিল করে ও ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। এ নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।