রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ৫ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। গত ১০ জানুয়ারি হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় জনাব স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত ৭টি মামলা বর্তমানে সিএমএম আদালতে বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারান্তরীন রাখা হয়েছে। বাকী মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখানোর কারণে নিম্ন আদালত জামিন আবেদন গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়েই রিটটি করা হয়।
জহির উদ্দিন স্বপন দুইদুবার বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক এবং বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) তিনি পরিচালক।