নির্বাচন বর্জন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পুরান ঢাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার (৯ জানুয়ারি) পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইরফান আহমদ ফাহিম ও সাধারণ সম্পাদক কাওসার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কে এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি মজিবুল হক রিপন, নাজিম উদ্দিন সজিব, ফরিদ হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম কানন, সাখাওয়াত হোসেন সৈকত, শাহিন ফরাজি, রুহুল আমিন অন্তু, আহমদ উল্লাহ, জামাল খান, নয়ন, সহ-সাংগঠনিক রবিউল, উজ্জ্বল, অর্থবিষয়ক সম্পাদক এম জে নোমান ও ছাত্রদল নেতা শাহিদুল, সোহাগ, মেহরাব, নাবিলসহ প্রমুখ।
গণসংযোগের আগে সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি ইরফান আহমদ ফাহিম বলেন, ৭ জানুয়ারি জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। দেশবাসী ডামি ভোট বর্জন করেছে। ৫ শতাংশের বেশি ভোটার কেন্দ্রে যায়নি। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ। এই অবৈধ সরকারের পতনের অপেক্ষায় দেশবাসী। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবো আমরা, ইনশাআল্লাহ। এই অবৈধ সরকারের পতন অনিবার্য।’