ডামি নির্বাচন বয়কটের আহ্বানে মিরসরাইয়ে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

0
81

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ডামি নির্বাচন বয়কটের আহবান জানিয়ে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় উপজেলা বিএনপি আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী এই লিফলেট বিতরণে অংশ নেন। পরে তারা চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য গাড়ীতে উঠার জন্য অপেক্ষা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন, মঘাদিয়া যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, বিএনপি নেতা অলি আহম্মেদ, যুবদল নেতা দিনাজ, জেলা ছাত্রদলেরর সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জাহেদ, মাঈন উদ্দিন টিপু, ১৫নং ওয়াহেদ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরীফ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাহেদ খান ও রিয়াজ মাহমুদ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচন প্রতিহতের লক্ষ্যে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করার হয়। সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here