বিদেশিদের ‘সুষ্ঠু’ নির্বাচন দেখাতে মরিয়া সরকার : গণতন্ত্র মঞ্চ

0
108

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার পদদলিত করে বিদেশিদের সুষ্ঠু ভোট দেখাতে মরিয়া বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব এক সমাবেশে এ মন্তব্য করেন তারা।

সমাবেশের পরে গণতন্ত্র মঞ্চ একটি মিছিলসহযোগে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল ও বিজয়নগর এলাকায় গণসংযোগ করে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় গণসংযোগপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ এখন ‘সুষ্ঠু’ নির্বাচন দেখাতে মরিয়া। সেজন্য নিজের দলের লোকজনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে জাতীয় নির্বাচনকে আজ স্থানীয় পর্যায়ের নির্বাচন বানিয়ে ফেলেছে তারা। যদিও প্রায় দুই-তৃতীয়াংশ আসনে কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২০১৪ সালের মতো তারা ইতোমধ্যেই জয় নিশ্চিত করে ফেলেছে। সরকারবিরোধী দলকে বিদেশনির্ভর বলে অভিযুক্ত করে। কিন্তু আসলে আওয়ামী লীগই যে বিদেশনির্ভর সেটা প্রমাণিত হচ্ছে তাদের বার বার ‘সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে’ এই ঘোষণার মধ্যে।

তারা আরও বলেন, আমরা ‘একতরফা’ ভোট বাতিল করে দেশ ও দেশের নাগরিকের স্বার্থে সুষ্ঠু ভোট চাচ্ছি। আমাদের স্পষ্ট কথা, এই নির্বাচনকে সুষ্ঠু দেখালেই এটা সুষ্ঠু হয়ে যাবে না। এই তামাশার নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে ভয়ংকর হুমকির মধ্যে ফেলতে পারে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবের, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।

আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কাকরাইল মোড়ে সমাবেশ ও গণসংযোগ-মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here