বিরোধী দল নির্ধারণে ভোট করছে সরকার : গণতান্ত্রিক বাম ঐক্য

0
104

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তোপখানা রোডস্থ জোটের কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতারা। এরপর পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণের এই কার্যক্রম শেষ হয়।

কর্মসূচিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খানসহ জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের জন্য ভোট করছে।তারা আরও বলেন, ভোটের ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নেতারা জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here