ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মুরাদ হোসন, আবু বক্কর রাজু, তৌহিদ মুনসী, মোশাররফ হোসেন, রেজাউল, শওকত আলী, মিজানুর, পিয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, এরশাদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ মণ্ডল, শহিদুল ইসলাম, জাকির হোসেন, আরিফুর রহমান, তাঁতি দলের আহ্বায়ক আজিজুল ইসলাম বাটুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান লিসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকসুদুল মমিন, শ্রমিকদল নেতা আব্বাস আলী, মাসুদ রানা, মৎসজীবি দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন টিটন, জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ আহমেদ জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, শাহাদাত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্না, চঞ্চল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, হারুনর, আশরাফুল ইসলাম নিরব, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, হারুনর রশিদ রাজা, সাব্বির হোসেন, টিটোন, তৌহিদসহ অন্যান্যরা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, সরকারের ‘একতরফা নির্বাচন’ বর্জন করতে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছ। এই ‘অবৈধ একতরফা নির্বাচন’ দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাজানো, পাতানো, শেখ হাসিনার অবৈধ ডামি নির্বাচন বয়কট করে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ।