১। আপনারা আগামী ৭ জানুয়ারীর ‘ডামি নির্বাচন’ বর্জন করুন।
২। ৭ জানুয়ারি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি আপনার/ আপনাদের গণতান্ত্রিক অধিকার।
৩। ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন।
৪। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় পরিশোধ স্থগিত রাখুন।
৫। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং জনগণ ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভেবে দেখুন।
৬। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীরা আজ থেকে আদালতের মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।
৭। জনপ্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণ এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোন সহযোগিতা করবেন না।
৮। ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা যদি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী সমর্থককেও হয়রানী করে তাহলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।
৯। অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হলো। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে।