ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার প্রার্থীর কর্মীদের হামলা, আহত ৩

0
113

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর কর্মীরা। এতে আল-আমিন, সুজন ও কুদ্দুস শেখ নামের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-১ আসনে শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারে ও মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ছাড়া দুধসর ইউনিয়নের ভাটই বাজারে ও মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী দুলালের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার নজরুল ইসলাম দুলালের পক্ষে এলাকার কয়েকজন যুবক মদনডাঙ্গা বাজারে পোস্টার লাগাচ্ছিল। এ সময় নৌকার সমর্থক মিঠু, সুজায়েত, ভুট্টসহ ৫-৭ জন দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আলামিন ও সুজনকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ছাড়া আবারও ট্রাক মার্কার পোস্টার লাগানো হলে তাদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের চরের ব্রিজের নিকট স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় রুস্তম আলী শেখের ছেলে কুদ্দুস শেখকে নৌকার সমর্থক একই গ্রামের রাকিব শেখ পিটিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় আহত কুদ্দুস শেখ শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি ঠাকুর দাশ মন্ডল জানান, ত্রীবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতদের জবানবন্দি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here