বরিশালে মহাসড়কে বিএনপির বিক্ষোভ

0
94

বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মহাসড়কের কাশিপুরে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এসময় নেতাকর্মীরা পার্শ্ববর্তী সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়। এ ছাড়া নগরীর বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনির মুক্তি দাবি করেন। হাসপাতাল রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

২৪ ঘণ্টা হরতালে বরিশাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নৌবন্দরে যাত্রী সংকট রয়েছে। ফলে বরিশালের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে লঞ্চ চলছে। হরতালকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্পটে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। টার্মিনালসহ চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাসি চালাতে দেখা গেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের।

এ সময় নেতাকর্মীরা হরতাল সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলে বিভিন্ন স্লোগান দেন।

বরিশাল বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, নগরীর আইন শৃংখলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here