মেননের সামনেই আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
122

বরিশালের বানারীপাড়া পৌর এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল-২ আসনের নৌকার প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সামনে এ ঘটনা ঘটে।

হাতাহাতিতে বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ড, সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও জুয়েল হাওলাদার।

স্থানীয়রা বলেন, বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগে এমপি শাহ আলম এবং জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস অনুসারী রয়েছেন। অ্যাডভোকেট ইউনুস মনোনয়ন পাওয়ার পর শাহ আলম এমপি অনুসারীরা অকার্যকর হয়ে যায়। অ্যাডভোকেট ইউনুসের পরিবর্তে মেননকে মনোনয়ন দেওয়া হলে তারা আবার সক্রিয় হয়েছে। তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ইউনুস অনুসারীরা বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

আহত ভাইস চেয়ারম্যান নুরুল হুদা বলেন, নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন বানারীপাড়ায় আসেন। তাকে ডাকবাংলো মোড়ে অভ্যর্থনা জানিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে হাতাহাতি ও পরে দলীয় কার্যালয় থাকা লোহার রড দিয়ে পিটিয়ে তিনজনকে আহত করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, আমরা প্রার্থীকে নিয়ে দলীয় কার্যালয়ে সভা করেছিলাম। এ সময় কার্যালয়ের বাইরে ঝামেলা হয়েছে শুনেছি। কারা কারা ছিল, আমি জানি না।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here