আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। এছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না, বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তা-ভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।
আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের প্রেক্ষিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কৃষিমন্ত্রীর এ স্বীকারোক্তি বিচার বিভাগের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, বিরোধী দলকে গ্রেফতার করে এবং কারাগারে বন্দি রেখে তামাশাপূর্ণ একতরফা ডামি নির্বাচনের নামে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নীল নকশা বাস্তবায়নের চক্রান্তে সরকার জড়িত।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল মামলা অবিলম্বে বাতিল, সকল বন্দির মুক্তি, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙ্গে নির্বাচনী তফসিল বাতিলপূর্বক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিদ্যমান সংকট অবসানের জন্য আহ্বান জানান আ স ম আবদুর রব।