১৮ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচারণা ছাড়া সভা-সমাবেশ করা যাবে না, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার খোকন আরও বলেন, নির্বাচন করার যেমন অধিকার আছে, তেমনি নির্বাচন বর্জন করারও অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলোর। আমার মনে হয়, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা সংবিধান খুলেও দেখেন না। যদি খুলে দেখতেন তাহলে এ ধরনের তুঘলকি আদেশ জারি করতে পারতেন না। আওয়ামী লীগ ও আওয়ামী লীগের প্যাকেজে যেসব দল অন্তর্ভুক্ত তাদের জন্য ইসির আদেশ প্রযোজ্য। আন্দোলনরত বিএনপি ও সমমনা দলের জন্য ইসির এ চিঠি প্রযোজ্য নয়।
তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ ও তার দোসররা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগই ঠিক করছে কারা স্বতন্ত্র প্রার্থী হবে, কারা ডামি প্রার্থী হবে। এটা একটা বাকশাল মার্কা নির্বাচন।