বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির

0
124

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ পুলিশি তল্লাশির ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, পুলিশের গুলশান জোনের এডিসি’র নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের ১৫ সদস্যের একটি টিম রাত ১০টা ৪০ মিনিটের দিকে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে নানা তল্লাশি চালায়।

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের তোড়াটি নিয়ে যায়। শুধু তা ই নয়,  সকালে যে কেউ চেয়ারপার্সন কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিটকাল অবস্থানের সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়। চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ প্রবেশের ঘটনার সময় অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

ওদিকে রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা থেকে ফুলের তোড়াটি গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে ফেরত  দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন,  গুলশান পুলিশ কমিশনার জানিয়েছেন, অল্প সংখ্যক নেতৃবৃন্দ সকালে গুলশান চেয়ারপার্সন অফিস থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে যাবার জন্য।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৮ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here