ইসি সভা-সমাবেশ বন্ধের এখতিয়ার রাখে না : ইসলামী আন্দোলন

0
116

সরকার পাতানো নির্বাচন থেকে সরে না আসলে দেশের জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন, যে নির্বাচনের বৈধতা নেই। সেই প্রহসনের নির্বাচন জায়েজ করতেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হাবিবুল আউয়াল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ নির্বাচন কমিশনই (ইসি) অবৈধ ও মানসিক প্রতিবন্ধী। এ দেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। অবৈধ ও অথর্ব কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার রাখে না। আজ বুধবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার। কাজেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা-নিষেধ প্রদান করা।

তিনি আরও বলেন, এখনো সময় আছে ফরমায়েশি তপশিল বাতিল করে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। একতরফা পাতানো নির্বাচন দেশের মানুষ সহ্য করবে না। কাজী হাবিবুল আউয়ালের মতো দলবাজ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী পতাকা র‌্যালি কর্মসূচি পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here