অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি. কে শামীমের জামিন

0
124

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এস.এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ,এস,এম, আবদুল মোবিন এবং বিচারপতি  মো. মাহমুদ হাসান তালুকদার এর বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জি.কে শামীমের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ফিদা এম. কামাল। তাকে শুনানিতে সহযোগিতা করেন এডভোকেট বি.এম. ইলিয়াস কচি এবং এডভোকেট মো: নাজমুস সাকিব। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া (মিতি)।

শুনানিতে ফিদা এম. কামাল বলেন, শামীমের অস্ত্রের লাইসেন্স ছিল যা বিচারিক আদালত রায়েও উল্লেখ করেছেন। কিন্তু তারপরও তাকে সাজা দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ২৫ বিধির লঙ্ঘন দেখিয়ে, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (ই) ধারা মোতাবেক যা সম্পূর্ণ অবৈধ। কেননা নীতিমালার লঙ্ঘনের জন্য অপরাধ সংঘটিত হয় না তথা সাজা দেয়া যায় না। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত বছর ২৫শে সেপ্টেম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল নং ৪ এর বিচারক শেখ সামিদুল ইসলাম অস্ত্র মামলায় এই সাজা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here