আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, ঘোষিত নির্বাচনি তফসিল বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাংলামোটর থেকে মিছিল শুরু করে কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে এসে মিছিলটি শেষ করেন তারা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘হামলা, মিথ্যা মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের জনগণ ভাগাভাগি ও পাতানোর নির্বাচন হতে দেবে না।’
তিনি অভিযোগ করেন, ‘গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ আর প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে রায় দিচ্ছেন দলীয় চেতনায় সাজানো কিছু বিচারক। সরকার নির্দেশিত রায় পাঠ করছেন তারা। এ ধরনের প্রহসনের রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।