মানবাধিকারকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ঢাকার ১৪ দূতাবাসের

0
100

মানবাধিকারকর্মী মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে এমন ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ঢাকার ১৪টি কূটনৈতিক মিশন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ই ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকারের কথা বলেছে ১৪টি মিশন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষা এগিয়ে নিতে কাজ করেন এবং মানবাধিকার রক্ষা প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা যারা তুলে ধরেনমানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন সংহতি পুনঃ নিশ্চিত করছি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট আছে।

অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন এই বিবৃতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here