ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, একটি প্রাণীর অধিকারের প্রতিও ইসলাম গুরুত্বারোপ করেছে। অথচ দেশে আজ সৃষ্টির সেরা মানুষ অধিকার বঞ্চিত। ভাত ও ভোটের অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে, এটা লজ্জার। দেশে একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের ন্যায্য দাবি নিয়ে বিরোধী দলগুলো আন্দোলন করছে কিন্তু সরকার আন্দোলনকারীদের বছরের পর বছর জেলে পুরে রাখছে। অধিকারবিহীন গোটা দেশটাই যেন এখন জেলখানায় পরিণত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘ভূলুণ্ঠিত মানবাধিকার; প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন, ইয়ুথ এক্টিভিস্ট এম মোসাদ্দেক বিল্লাহ, সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ, মুফতী মানসুর আহমদ সাকী, রহমাতুল্লাহহ বিন হাবিব, শফিকুল ইসলাম, একেএম আব্দুজ্জাহের আরেফী, মাহবুবুর রহমান, আবু বকর সিদ্দীক, ইউনুছ তালুকদার, আবুল হাসান রায়হান ও ইব্রাহীম খলিল প্রমুখ।