ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্য হারালেন আলজাজিরার সাংবাদিক

0
83

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোমেন আল শারাফির পরিবারের ২২ জন সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এই বোমা হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছিলেন। খবর আলজাজিরার।

নিহতদের মধ্যে সাংবাদিক মোমেনের বাবা মাহমুদ ও মা আমিনা এবং তার ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা রয়েছে।

সাংবাদিক মোমেন আলজাজিরাকে বলেছেন, বিস্ফোরকের একটি ব্যারেল তাদের বাড়িতে আঘাত হানে। এর ফলে সেখানে একটি গভীর গর্তের সৃষ্টি হয়ে যায়। উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্সের সদস্যদের কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, আমাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে দেওয়া হয়নি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।

সাংবাদিক মোমেনের এক আত্মীয় বলেন, ভোর ৪টা বা ৫টার দিকে তারা বাড়িতে হামলা করেছে। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সংবাদমাধ্যমটি বলেছে, এই অপরাধের জন্য দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২৫ অক্টোবর ইসরায়েলি হামলায় গাজায় আলজাজিরার আরবি বিভাগের আরেক সাংবাদিক ওয়ায়েল দাহদুহের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন। ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও বাবা, দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।

হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়ল। ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে ১৬ হাজার ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here