বৃষ্টির কারণে শুরু হয়নি খেলা

0
121

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।

বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এমনিতেই আউটফিল্ড ভারি হয়ে ছিল। এরপর সকালে থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি চলমান। উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এর আগে বুধবার আলোকস্বল্পতায় ১৪ মিনিট আর ৮.২ ওভার বাকি থাকতেই শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তবে এর মধ্যেই নিউজিল্যান্ডকে খাঁদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগাররা।

শেষ বিকালে বোলিং করতে নেমে কিউইদের ৫ ব্যাটারকে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবমিলিয়ে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

ইতিমধ্যে ফিরে গেছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে মিরাজ ৩ আর তাইজুল নেন ২ উইকেট।

তার আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। মাত্র ১৭২ রানে অলআউট হয় তারা।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৩১ রান আসে শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here