লন্ডনে আসর মাতাবেন নগর বাউল জেমস। গুরুর গানে তৃপ্ত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন লন্ডনসহ যুক্তরাজ্যের আনাচে কানাচে থাকা জেমসের ভক্তকুল। লন্ডনের বাংলা টেলিভিশন চ্যানেল আইওন-এর আয়োজনে একটি কনসার্টে অংশ নিতে ৪ঠা ডিসেম্বর লন্ডনে এসে পৌঁছেছেন গায়ক-গীতিকার জেমস। এসময় কনসার্টের আয়োজক ও আইওন টেলিভিশনের কর্মকর্তারা তাকে হিথ্রো বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন। বর্তমানে তিনি হোটেলে অবস্থান করছেন। আগামী ৭ই ডিসেম্বর স্থানীয় একটি হলে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনেকদিন পর জেমসের গান সরাসরি শুনতে পারবেন এতে উদ্দীপনা লক্ষ্য করা গেছে কমিউনিটির নগর বাউলের ভক্ত কুলের মাঝে। ভক্তদের কাছে থেকে জানা যায়, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জেমসের আসার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় তার আসা হয়নি। ফলে ভক্তকুল নিরাশ হয়েছেন। এবার জেমস এসে গেছেন তাই সবাই আনন্দিত। শীতের শুরুটাই হবে আনন্দে ভরপুর।
জেমসের এই কনসার্ট নিয়ে আয়োজকরাও বেশ আশাবাদী । তার কারণে প্রোগ্রামটি সাকসেসফুল হবে বলে তারা মনে করছেন। এর মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতেও বেশ চাহিদা দেখা যাচ্ছে।
আগামী ৭ই ডিসেম্বরের কনসার্টে নগর বাউলের সাথে গানের মঞ্চ মাতাবেন লন্ডনের স্থানীয় শিল্পীরাও।