রাসিক ভবনের সামনে এক ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ

0
117

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান ফটকের সামনে এক ঘণ্টার ব্যবধানে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টার দিকে ককটেল দুটির বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগর ভবনের প্রধান ফটকের সামনে প্রথম ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর রাত সোয়া ১০টার দিকে প্রায় একই স্থানে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বাইকযোগে রাস্তা দিয়ে যাওয়ার সময় নগর ভবনের সামনে ককটেল মেরে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এক ঘণ্টার ব্যবধানে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা নগর ভবনের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

সিসিটিভি ফুটেজ দেখে বাইক নিয়ে আসা ককটেল হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here