৭ জানুয়ারি নির্বাচন নয়, শুধু ফল ঘোষণা হবে: মঈন খান

0
110

৭ জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকেই আসন ও ফল নির্ধারণ করা হয়ে গেছে। ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. মঈন খান বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন মূলত বানরের পিঠা ভাগ করার নির্বাচন। ভাগাভাগির নির্বাচন করছে আওয়ামী লীগ ও তাদের শরিকরা। তামাশার নির্বাচন করতে যাচ্ছেন ক্ষমতাসীনরা।

তিনি বলেন, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকেই আসন ও ফল নির্ধারণ হয়ে গেছে, ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহস্বাস্থ্যবিষয়ক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here