৪২ রানে ১০ উইকেট হারানোর যে ব্যাখ্যা দিলেন সৌম্য

0
21

সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম মিলে ১০১ রানের জুটি গড়েন। তবে এরপর মাত্র ৪২ রানেই ১০ উইকেট হারায় বাংলাদেশ। এর পিছনে উইকেটের চরিত্র বদলকে কারণ হিসেবে দেখছেন সৌম্য।

আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ রানে হারায় বাংলাদেশ। ম্যাচ শেষে ৪২ রানে ১০ উইকেট হারানোর ব্যাখায় সৌম্য বলেন, ‘ প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসতেছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই একটু ভুল করেছে এটা বুঝতে ভুল করেছে যে…আমরা বলছি প্রথমে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর; সাডেন যখন বলটা একটু পুরোনো হয়েছে। বলটা তখন একটু আপস এন্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আর্লি গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো মিস্টেক করেছে আমার মনে হয়েছে।’

চোট কাটিয়ে মাঠে ফেরার দিনে ৪১ রান করেন সৌম্য। নিজের ব্যাটিং নিয়ে এই বাহাতি ওপেনার বলেন, ‘আসলে প্রথম পাঁচ ওভারে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি।

এটা একটু মনে হচ্ছিল যে ও খেলছে, উইকেটটা হয়তো অনেক সহজ। থাকে না যে আমি ব্যাটিংয়ে নন স্ট্রাইকেই, তারপরও একটা দুইটা যে বলটা খেলছিলাম, আমার কাছে মনে হচ্ছিল ওই বলটা গুরুত্বপূর্ণ। কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সঙ্গে কারণ আমি এক ওভার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি। আমিও জোরাজুরি না করে একটু সময় নিচ্ছিলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here