৩৫ বছর পর মেরিল স্ট্রিপের কানে ফেরা

0
16

পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। গত মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন তিনবারের অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। অনুষ্ঠানে তাকে দেয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম। ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁনের সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে হাজির হন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগে একে একে এসেছেন বাকি ৮ বিচারক। তারা হলেন- আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান অ্যান্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি। তবে উদ্বোধনী দিনে সবার চোখ ছিল মেরিল স্ট্রিপের দিকেই। এ আসরের মাধ্যমে ৩৫ বছর পর কান উৎসবে ফেরা হলো তার। ১৯৮৯ সালে কানের ৪২তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এই তারকা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাত ৮টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে প্রতিযোগিতার বাইরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here