২৮শে অক্টোবরের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে: রিজভী

0
52

নয়াপল্টনে ২৮শে অক্টোবর ঘটনার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের সহায়তায় ২৮শে অক্টোবরের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৩নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে সরকার। আমি পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

রুহুল কবির রিজভী বলেন, সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ ১৭ জন মারা গেছে। এই সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। কিন্তু এদেশে নাকি অনেক উন্নয়ন হয়েছে। এই দাবদাহে মানুষের জন্য ক্ষমতাসীনরা কী করেছে?

তথাকথিত উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলেও মন্তব্য করেন রিজভী।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here