২১শে আগস্ট মামলায় তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা সেই “আকন্দ” পেলেন নৌকার টিকেট

0
138

২১শে আগস্ট মামলায় তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা সেই “আকন্দ” পেলেন নৌকার টিকেট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি (অব.) আব্দুল কাহার আকন্দ।

কাহার আকন্দ শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া, তিনি ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ২০০৯ সালের পিলখানা হত্যা মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন।

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে অন্তর্ভুক্ত করার কাজ করেছিলেন তিনি। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ সবসময়ই ছিলো একারণে দীর্ঘ সময় বরখাস্তও ছিলেন তিনি। ২০০৯ এ এসে তাকে ২১ শে আগস্ট এবং পরবর্তীতে পিলখানা হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তকালীন সময়ে পক্ষপাতমূলক তদন্ত করার অভিযোগ এনে পিলখানা হত্যা মামলার তদন্তকারী এই কর্মকর্তা ও তৎকালীন সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছিল আদালত।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২১ শে আগস্টে তারেক রহমানকে ফাঁসানো এবং পিলখানা হত্যাকাণ্ডের মামলায় সরকারের আজ্ঞা অক্ষরে অক্ষরে পালনের কারণে তাঁকে এই তামাশার নির্বাচনে মনোনয়ন পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে।

বিডিয়ার হত্যাকাণ্ডের সময়কার আইজিপি নূর মোহাম্মদকে সরকারের পক্ষ নেয়ায় ২০১৮ সালে সংসদ সদস্য করে পুরস্কৃত করা হয়। এবার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় ওই আসনে আইজিপিকে বাদ দিয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও ২০০৯ এর পিলখানা হত্যা মামলায় তদন্তকারী অতিরিক্ত ডিআইজি র‍্যাঙ্কের পুলিশ কর্মকর্তা আকন্দকে এমপি পদে নৌকা মার্কায় মনোনয়ন দিয়ে পুরস্কৃত করলো সরকার। যখন যাকে প্রয়োজন।

উল্লেখযোগ্য যে, এবার পুলিশের দুই জন সাবেক আইজিপি, তিনজন সাবেক অতিরিক্ত আইজিপিসহ নৌকার মনোনয়ন চেয়েছিলেন ডজনখানেক সাবেক পুলিশ কর্মকর্তা। এদের মধ্যে কাহার ছাড়া আর কাউকে বেছে নেওয়া হয়নি। তবে সুনামগঞ্জ- ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। তিনি এবারও মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বর্তমান আইজিপিকে অগ্রাধিকার দিতে দিয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে মূল্যায়ন করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here